Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st এপ্রিল ২০২১

বরিশালের কৃষি গবেষণা কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের উদ্বুদ্ধকরণ সফর


প্রকাশন তারিখ : 2021-03-23


উদ্বুদ্ধকরণ সফরের অংশ হিসেবে বরিশালের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা ২০ মার্চ গোপালগঞ্জ এবং বাগেরহাটের ভাসমান কৃষিকার্যক্রম পরিদর্শন করেন। ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের আয়োজনে এ উপলক্ষ্যে কোটালীপাড়ায় এক পথসভায় প্রধান অতিথি ছিলেন আয়োজক প্রতিষ্ঠানের প্রকল্প পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার। তিনি বলেন, ভাসমান কৃষিতে চাই আধুনিক ছোঁয়া। এ জন্য প্রয়োজন উন্নত প্রযুক্তি ব্যবহার। এ বিষয়ে কৃষকদের উৎসাহিত করতে হবে। আর তা বাস্তবায়ন হলে শস্যউৎপাদন হবে আশানুরূপ। বাড়বে নিরাপদ ফসলের যোগান। পাশাপাশি পুষ্টির চাহিদাও মিটবে। 

 

প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহবুবুর রহমান, এসও মো. সামসুল আলম, এসও শর্মিলা দাস সেতু, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক প্রমুখ।


দু’দিনের সফরের প্রথমদিন ১৯ মার্চ মাদারীপুরের রাজৈর উপজেলার হিজলবাড়িতে ভাসমান কষির প্রদর্শনীগুলো পরিদর্শন করা হয়। এতে নেতৃত্ব দেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের (আরএআরএস) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফি উদ্দিন। তার সফরসঙ্গি ছিলেন বিএআরআই গাজিপুরের সরেজমিন গবেষণা বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আক্কাস, ফরিদপুরের সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম আহম্মেদ, আরএআরএস বরিশালের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলিমুর রহমান, ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, এসএসও ড. ফারুক হোসেন, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, এসও মো. মাহবুবুর রহমান, এসও স্মৃতি হাসনা, ফরিদপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস প্রমুখ।


অনুষ্ঠানে বরিশাল, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, বাগেরহাট এবং খুলনার কৃষি বিজ্ঞানী, ঊধর্বতন বৈজ্ঞানিক সহকারি, বৈজ্ঞানিক সহকারি এবং সংশ্লিষ্ট কর্মচারীসহ ৭০ জন অংশগ্রহণ করেন।